স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের এক অসহায় অসুস্থ হিন্দু পরিবার শারদীয় দুর্গাপূজাতে পালিয়ে বেড়াচ্ছে এক যুবলীগ নেতার ভয়ে।
অভিযোগে জানা যায়, আব্দুল্লাহপুর গ্রামের গোপেন্দ্র নাথের মেয়ে নিভারানী দেবনাথ ও ৭ বছরের শিশু সন্তান স্বামীসহ ৫/৬ বছর যাবত তার পিত্রালয়ে বসবাস করে আসছিলেন। কিন্ত হঠাৎ করে নিভারানীর গলায় ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিল না তার পরিবার। কিন্তু গত সেপ্টেম্বর মাসে তার চিকিৎসার জন্য ৯নং পুকড়া ইউনিয়নের কয়েকজন প্রবাসী নিভারানীর চিকিৎসার জন্য একই ইউনিয়নের সিকান্দরপুর গ্রামের ফজলুর রহমানের পুত্র ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জহুর আমিনের হাতে অর্থ প্রদান করেন। সেই উত্তোলনকৃত অর্থ সুকৌশলে চিকিৎসার নাম করে টাকাগুলো আত্মসাৎ করেন শেখ জহুর আমিন। এই ঘটনার বিষয়টি বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে গত ১২ অক্টোবর স্থানীয় পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হলে যুবলীগ নেতা শেখ জহুর আমিন ক্ষিপ্ত হয়ে অসহায় অসুস্থ নিভারানী ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেন। তারপর থেকে নিরুপায় হয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন নিভারানী। এমনকি হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজাতেও তিনি তার পিত্রালয়ে আসতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে অসুস্থ নিভারানীর স্বামী টুটন দেবনাথ বলেন, শেখ জহুর আমিন স্থানীয় কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় তার ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com