স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের মুক্তির দাবীতে চুনারুঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের সামনের রাস্তায় জি কে গউছ মুক্তি সংগ্রাম পরিষদ চুনারুঘাট উপজেলা কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি শাহ মশিউর রহমান কামাল। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট পৌর শ্রমিক দলের সভাপতি হরমুজ আলী কাউন্সিলর।
জি কে গউছ মুক্তি সংগ্রাম পরিষদ চুনারুঘাট উপজেলার সভাপতি আব্দুল হামিদ কাউন্সিলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ অনু মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইউম, আফজাল খাঁন, শেখ আইয়ুব আলী মেম্বার, রফিক তালুকদার, নাসির উদ্দিন, শেখ শাহ আলম মিয়া, নুরুল ইসলাম মাসুম, এনামুল হক নিপু, আহাদ আলী মীর, সাইদুর রহমান, শাহ আলম মিয়া, হাবিবুর রহমান, নজরুল ইসলাম, ফারুক মিয়া, মাসুক আহমেদ, উস্তার খন্দকার, কাশেম খান, শেখ জাবেদুর রহমান, আবদুল হান্নান, দুলাল মিয়া, রিপন মিয়া, জুয়েল মিয়া, মকসুদ মিয়া আলম মিয়া, রমজান আলী, ফুল মিয়া, মকবুল মিয়া, আনসার আলী, শাহীন মিয়া, রুজেল মিয়া, গাজী মিয়া, তাজুল ইসলাম, বাচ্চু মিয়া, শেখ শাকিল মিয়া প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com