চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর উদ্বোধনের প্রায় এক বছর পর শুক্রবার জুম্মার নামাজের মাধ্যমে চুনারুঘাট মডেল মসজিদের কার্যক্রম শুরু হয়েছে। নামাজের পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে মসজিদের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। এসময় সহকারি কমিশনার মাহবুবুল আলম মাহবুব, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মুনিরুজ্জামান, আওয়ামী লীগ সভাপতি আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান বক্তব্য রাখেন। মসজিদে কয়েক হাজার মুসল্লী জুম্মার নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান। পরে তিনি দোয়া পরিচালনা করেন। এসময় রাষ্ট্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com