বানিয়াচং প্রতিনিধি ॥ শান্তিকামী ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলের বর্বরোচিত বোমা হামলার প্রতিবাদে বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর বিক্ষোভ মিছিল বের হয়ে গ্যানিংগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ৪নং ইউনিয়ন পরিষদের সামনে পথসভায় মিলিত হয়। ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাওলানা শেখ শোয়াইব আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা শায়খুল হাদিস মখলিছুর রহমান, কাজী মুফতি আতাউর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা আব্দুল অলি, নির্বাহী সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ মাওলানা শাহ্ খলিল আহমদ, মাওলানা শায়খ ইকবাল হোসাইন ও মাওলানা আব্দুল হালিম নোমানী আল আজহারী।
সভায় বক্তাগণ শান্তিকামী ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলের বর্বরোচিত বোমা হামলা অবিলম্বে বন্ধ করার আহবান জানান। বক্তাগণ বলেন- যেভাবে নিরীহ নারী-পুরুষ ও শিশুদের বোমা মেরে হত্যা করা হচ্ছে তা গণহত্যার শামিল। সময় এসেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার। তাই বিশ্বে প্রায় ২শ’ কোটি মুসলমানদেরকে ঈমান ও তাহজিব-তামুদ্দুনের ক্ষেত্রে সোচ্ছার হতে হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com