ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধশালী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এদেশে নানা সংস্কৃতির মানুষজন জাঁকজমকভাবে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উদযাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব হিন্দু ধর্মালম্বীদের সবচয়ে বড় উৎসব। এই উৎসব উপলক্ষে ‘শরৎ কালে শারদ উৎসব আঁকি’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করে হবিগঞ্জ চারুকলা একাডেমী। প্রদর্শনীতে দেশের নানা জায়গা থেকে প্রায় ১৩০ জন চারুশিল্পী অংশ নেন। শুক্রবার বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত চারুকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি আশিষ আচার্য। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, গবেষক জাহান আরা খাতুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, শচীন্দ্র কলেজের শিক্ষক রঞ্জু পাল, বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক বাবলি চৌধুরী ও শব্দকথা প্রকাশনীর সম্পাদক মনসুর আহমেদ। প্রদর্শনী চলাকালীন সময়ে অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। চিত্র প্রদর্শনীতে হবিগঞ্জের প্রয়াত তিনজন গুণীচিত্রশিল্পী প্রয়াত আলাউদ্দিন আহমেদ, জ্যোতির্ময় পাল স্বপন ও রণবীর পালের নামে ৬ বিভাগে ১৮টি পুরস্কার প্রদান করা হয়।