স্টাফ রিপোর্টার ॥ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ চত্বরে র‌্যালি করে পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে এবং ইউপি সচিব মোঃ মন্তাজ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ আব্দুস সাত্তার বেগ। সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য শ্যামলী রানী দেব, বাবুল চৌহান, স্বাস্থ্য পরিদর্শক শচী রঞ্জন রায়, পরিবার কল্যাণ পরিদর্শক বরুণ দেব, স্বাস্থ্য সহকারী আব্দুল মতিন, রাকিয়া রায়হানা, এফডব্লিউএ লাভলী রানী চন্দ, সিএইচসিপি সাহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাফিয়া বেগম, মোঃ ইসলাম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম, এফডব্লিউএ স্মৃতি রানী পাল, সিএইচসিপি মোঃ জাকারিয়া, চন্দন দাস, রায়হান আহমেদ, ইউপি হিসাব সহকারী তপন দেব, সমাজ সেবক মোবারক হোসেন, কালেক্টর রিয়াদ আহমেদ, গ্রাম পুলিশ মোঃ চেরাগ আলী, মোঃ জামাল মিয়া, হরি রক্ষিত প্রমুখ।
বক্তারা নোয়াপাড়া ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তাফা সোহেল জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে ২০২২ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা অর্জন করেন।