চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ্ রাজিব আহমেদ রিংগনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চুনারুঘাট উপজেলা ছাত্রদল। রবিবার বিকাল ৫টায় চুনারুঘাট পৌরশহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুনারুঘাট উত্তর বাজারে পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নবীউর রহমান অপূর্বর পরিচালনায় এতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহ্ রাজিব আহমেদ রিংগনকে মুক্তি না দিলে চুনারুঘাটে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com