স্টাফ রিপোর্টার ॥ বিশ^ শিক্ষক দিবসে প্রাক্তন ৩ শিক্ষককে সম্মাননা প্রদান করেছে এসেড হবিগঞ্জ। বৃহস্পতিবার এসেড হবিগঞ্জ এর প্রশিক্ষণ হলে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার। এসেড হবিগঞ্জ এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন এসেড এর প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাক্ষরতা অভিযানের উপকার্যক্রম ব্যবস্থাপক মোঃ আব্দুল কুদ্দুছ প্রিন্স, এসেড হবিগঞ্জ এর ফাইন্যান্স এন্ড এডমিন ম্যানেজার মোঃ আব্দুল মজিদ। বক্তব্য রাখেন ভাদৈ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম, বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান প্রমূখ। শেষে হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক রাধিকা রঞ্জন দাস, মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোছাঃ সেলিনা বেগম ও বনদক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র দেবকে সম্মাননা প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com