লিটন পাঠান, মাধবপুর থেকে ॥ মাধবপুরে প্রবাসীর স্ত্রীকে শ্লিলতাহানীর চেষ্টা করে ব্যর্থ হয়ে শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে বৃষ্টির সময় মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের আন্দিউড়া গ্রামের সৌদি প্রবাসী শুক্কুর আলীর স্ত্রী মোছাঃ পিয়ারা বেগমকে একই গ্রামের মোঃ আলী মিয়া শ্লীলতাহানীর চেষ্টা করে। এসময় পিয়ারা বেগম বাঁধা দিলে আলী মিয়া ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে আহত করে। পিয়ারা বেগমের শোর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে আলী মিয়া পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পিয়ারা বেগমকে তার স্বজনরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় পিয়ারা বেগম বাদি হয়ে রবিবার বিকেলে মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com