স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে স্প্রে প্রয়োগ কোনো অবস্থাতেই দমন করা যাচ্ছে না। গত ১ মাসে শায়েস্তাগঞ্জে অর্ধশতাধিক বাসায় চেতনা নাশক স্প্রে নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে গত ১৫ দিন ধরে যে কটি বাসায় স্প্রে নিক্ষেপ করা হয়েছে তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ইতোপূর্বে স্প্রে পার্টির সদস্যরা স্প্রে নিক্ষেপ করে চুরি সংঘটিত করতো। কিন্তু সম্প্রতি দুর্বৃত্তরা টয়লেট, কিংবা বারান্দায় স্প্রে নিক্ষেপ করে কোন জিনিসপত্র না নিয়েই চলে যায়। এতে সন্দেহের সৃষ্টি হয়েছে।
ইতোপূর্বে শায়েস্তাগঞ্জে স্প্রে নিক্ষেপের ঘটনা বাড়লে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। কিন্তু তার পরও বন্ধ হয়নি স্প্রে নিক্ষেপের ঘটনা। পরে স্থানীয় জনতা বেশ কয়েকজনকে আটক করে থানায় সোপর্দ করে। অনেক এলাকায় স্থানীয় লোকজন স্প্রে পার্টির কবল থেকে রক্ষা পেতে রাত জেগে পাহারা দেন। এতে করে কয়েকদিন স্প্রে নিক্ষেপ বন্ধ থাকলেও গত বুধবার রাতে পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের ডাঃ তরিকুল ইসলামের বাসায় স্প্রে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে তারা ওই বাসা থেকে কোনো মালামাল নেয়নি। এছাড়াও গত মঙ্গলবার ৮নং ওয়ার্ডের নুরুল ইসলামের বাসায় বাথরুমের ভেন্টিলেটর দিয়ে স্প্রে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ওই বাসা থেকেও তারা কোনো মালামাল নেয়নি। এ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।