স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে প্রাইভেট কারযোগে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে মোঃ বাচ্চু মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, মাইক্রোকারের প্যাড কভারের ভেতরে স্কচটেপ যুক্ত টায়ার বানিয়ে তাতে গাঁজা বহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত হয়ে শুক্রবার রাতে থানার উপপরিদর্শক এসআই অজিতকুমার তালুকদার ও এএসআই দেলোয়ার হোসেন সহ একদল পুলিশ চুনারুঘাট পৌর শহরের চন্দনা আসামপাড়া বাইপাস সড়কের জান্নাত স’মিলের সামনে অভিযান চালিয়ে মাইক্রো থেকে ৬ কেজি গাঁজাসহ বাচ্চুু মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাচ্চু চুনারুঘাট ভারত সীমান্তবর্তী টেকেরঘাট এলাকার মৃত আব্দুল গনির পুত্র। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com