স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চুরি ও নকল স্বর্ণের মাধ্যমে প্রতারণার অভিযোগে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি সাহেব আলী ওরফে সাবুসহ তার ৩ সহযোগিকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত এসআই কৃষ্ণ সরকার ও এএসআই শিবলু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হল, নকল সোনা বিক্রেতার হোতা সাহেব আলী ওরফে সাবু, নয়ন, সোহাগ ও ইজ্জত আলী। গতকাল শুক্রবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, অভিযান নিয়মিত চলবে। কাউকে ছাড় দেয়া হবে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com