স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের রূপচর্চার আঙিনায় নতুন সংযোজন ‘বিপাশা মেকওভার বিউটি পার্লার’র উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বদিউজ্জামান খান সড়কে অবস্থিত দাওয়াত রেস্টুুরেন্ট এর দোতলায় (আমির চাঁন কমপ্লেক্স এর পূর্ব পাশে) পার্লারটির নতুন শাখার উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির। এ সময় উপস্থিত ছিলেন পার্লারের পরিচালক ফারহানা মুনমুন, মাহমুদা ফয়সল চৌধুরী, শারমিন চৌধুরী, জাহানারা আক্তার বিউটি, শিউলী আহমেদ, রিনা বেগম, নাজমা রহমান, রেবা চৌধুরী, সুমি, সৈয়দা শরীফা আক্তার কুমকুম, নীলুফা জাহান, শেফা আক্তার, মজু চৌধুরী, অ্যাডভোকেট শায়লা পারভীন, মৌসুমী সুলতানা চৌধুরী সুইটি, ঝুমা, চমনা চৌধুরী রানী, ববি, তানজিলা ফয়সল চৌধুরী নওরিন, মম দোহা আক্তার, রুজি বেগম, প্রিহা, লিপি, লায়লা, শিবলী প্রমূখ।
পার্লারের পরিচালক ফারহানা মুনমুন বলেন, দৈনন্দিন রূপচর্চা, পার্টি সাজ, বউ সাজানোর ক্ষেত্রে উচ্চ গুণাগুণ সম্পন্ন পণ্য ও আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে ইতোমধ্যেই পার্লারটি ঢাকায় অনেক সুনাম কুড়িয়েছে। পুরোপুরিভাবে মনিপুরী কারিগর দ্বারা পরিচালিত বিপাশা মেকওভার বিউটি পার্লার সততা ও আন্তরিকতার সাথে হবিগঞ্জবাসীকে সর্বদা সর্বোচ্চ সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। উদ্বোধন উপলক্ষে পার্লারটি তার গ্রাহকদের জন্য সব ধরনের সেবায় ৫০% ডিসকাউন্ট দিচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com