স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় বিদ্যুতের খুুঁটিতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ডিশ ও বিভিন্ন কোম্পানীর ইন্টারনেট সরবরাহের তার পুড়ে গেছে। ফলে শহরের বিভিন্ন এলাকায় গ্রাহকরা ডিশ ও ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হয়েছেন। প্রাথমিকভাবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা জানান- বৃহস্পতিবার দিবাগত রাত ৫টার দিকে তিনকোনা পুকুর পাড় এলাকায় প্রধান সড়কে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়ালের বাইরে হঠাৎ বিদ্যুতের খুঁটিতে আগুনের সূত্রপাত হয়। এতে বিপুল পরিমাণ বিভিন্ন কোম্পানীর ইন্টারনেট ও ডিশ সংযোগের তার পুড়ে যায়। গতকাল দিনভর ডিশ ও ইন্টারনেট সংযোগে নিয়োজিত লাইনম্যানদের পুড়ে যাওয়া সংযোগ মেরামত করতে দেখা গেছে। গ্রাহকদের অভিযোগ, বিদ্যুতের খুঁটিতে যত্রতত্রভাবে ডিশ ও ইন্টারনেট সংযোগের তার বেঁধে রাখা হয়। ফলে প্রায়ই অগ্নিকান্ডে সরবরাহ লাইন পুড়ে গিয়ে ডিস ও ইন্টারনেট সেবা বিঘিœত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com