স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মতো খুচরা পর্যায়ে ৩ কৃষিপণ্য আলু, পেঁয়াজ ও ডিমের দাম সরকার নির্ধারণ করে দিলেও হবিগঞ্জের ব্যবসায়ীরা তা মানছেন না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় অতি মুনাফালোভী কতিপয় ব্যবসায়ীদের জরিমানা করলেও তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না। বরং ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছে মতোই দাম আদায় করছেন। বাধ্য হয়ে ভোক্তারাও বিক্রেতাদের বেঁধে দেয়া দামেই পণ্য ক্রয় করছেন।
গতকাল শুক্রবার হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার কাঁচামাল হাটায় গিয়ে দেখা যায়- ডায়মন্ড আলু প্রতি কেজি ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কোন ক্রেতা একসাথে ৫ কেজি ক্রয় করলে তিনি পাচ্ছেন ২২০ টাকায়। এক্ষেত্রে তিনি প্রতি কেজিতে এক টাকা করে কমে ৪৪ টাকায় পাচ্ছেন। অথচ সরকার প্রতি কেজি আলুর মূল্য নির্ধারণ করে দিয়েছে ৩৫ থেকে ৩৬ টাকা। একই অবস্থা ডিম এবং পেঁয়াজের ক্ষেত্রেও। তাই সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ভোক্তারা।