মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তুফা’র নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ও ২ কেজি ভারতীয় গাঁজাসহ তুলশীপুর গ্রামের আব্দুল হকের ছেলে জসীম মিয়াকে (৩৫) আটক করে।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- আটক জসীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com