লিটন পাঠান, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর পৌর বাজারে কাপড় পট্টির বাসন্তী ফার্মেসীর তৃতীয় তলায় ঔষধের গোডাউন ও বাসা বেশ কয়েকটি রুম আগুনে পুড়ে গেছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় মাধবপুর অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর বাজার কাপড় পট্টির বাসন্তী ফার্মেসীর ঔষধের গোডাউন ও বাসাসহ বাসন্তী ফার্মেসীর মালিক দিব্য প্রকাশ মোদকের ঔষধের গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের আরও কয়েকটি বাসার রুমের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ঔষধ ব্যবসায়ী দিব্য প্রকাশ মোদক বলেন, আমার ঔষধের গোডাউন বাসার স্বর্ণালংকার আসবাবপত্র সহ সব কিছু আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। আনুমানিক ১৮ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
মাধবপুর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক শাহ সেলিম বলেন, আগুন লাগার খবর পেয়েছি। কিভাবে আগুন লেগেছে তা আমার জানা নেই। মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনদোষ মল্লিক বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের দুইটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com