স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার ইকরাম-আলম বাজার সড়কে টমটম উল্টে চাঁন মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয় আরও ৪ জন। গতকাল রবিবার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আলমবাজার থেকে একটি টমটম উত্তর সাঙ্গরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চাঁন মিয়াসহ ৪ যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে নিয়ে এলে চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন ডাক্তার। তিনি উত্তর সাঙ্গর গ্রামের সুরুজ মিয়ার পুত্র। এ ছাড়াও মন্নাফ মিয়া নামের এক যাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের চিকিৎসা দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com