স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগী মেয়র আলহাজ¦ জি কে গউছ ও জেলা যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরীর রিমান্ড আবেদন ও জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেইন তাদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন।
সূত্র জানায়, ২০১৫ সালে হবিগঞ্জ জেলা কারাগারে ছুরিকাঘাতের শিকার হন কারাবন্দী জি কে গউছ। ওই ঘটনায় যুবলীগ নেতা ইলিয়াছের সাজা হয়। যুবলীগ নেতা ইলিয়াছ দাবি করেন ওই সময় কারাগারে বসে হবিগঞ্জ-৩ আসনের এমপি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবু জাহির ও তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন জি কে গউছ ও তার সহযোগী বিএনপি নেতারা। আর সেজন্যই পরিস্থিতির শিকার হয়ে তিনি জি কে গউছকে ছুরিকাঘাত করেন। যুবলীগ নেতা ইলিয়াছের অভিযোগের প্রেক্ষিতে জি কে গউছসহ ৫ জনের বিরুদ্ধে এমপি মো: আবু জাহির ও তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনে হবিগঞ্জ থানা পুলিশ মামলা দায়ের করে। ৮ বছর পর ওই মামলাটি পুনরুজ্জীবিত হয়েছে। ওই মামলায় গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) হবিগঞ্জ সদর থানা পুলিশ জি কে গউছকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। অপরদিকে, জি কে গউছের পক্ষে তার জামিন আবেদন করা হয়। আদালত জামিন আবেদনও নামঞ্জুর করেন। জি কে গউছকে হবিগঞ্জ কোর্টে নিয়ে আসার সংবাদে শত শত নেতাকর্মী ও উৎসুক জনতা আদালত পাড়ায় ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।