বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে চাল ও দুঃস্থদের মাঝে রান্না করা বিরিয়ানী বিতরণ করেছে হবিগঞ্জের তাসনুভা শামীম ফাউন্ডেশন। গত বৃহস্পতিবার দুপুর ১১টায় ফাউন্ডেশন কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাসনুভা শামীম ফাউন্ডেশন ও হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুলের পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি এএসএম মহসিন চৌধুরী, আলহাজ্ব কুতুব উদ্দীন, কুদ্দুছ মিয়া, আবু নাসের শাহীন, শাহিনুর আক্তার, আশিকুর রহমান, দুলাল মিয়া, সানী, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, প্রতিনিধি ও ভলান্টিয়ারবৃন্দ। এটা ছিল এ অর্থবছরের ১৫তম অনুষ্ঠান ও খাবার বিতরণের ৯ম আয়োজন। সভাপতি প্রথমে ফাউন্ডেশনের চেয়ারম্যান আয়রল্যন্ড প্রবাসী সাগর আহমেদ শামীমের পরিচয় তুলে ধরেন এবং পরে তাসনুভা শামীম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সংক্ষেপে তুলে ধরেন। অতিরিক্ত জেলা প্রশাসক তাসনুভা শামীম ফাউন্ডেশনের ব্যতিক্রমী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাস থেকে ৯ দফায় এ পর্যন্ত মোট ১ হাজার ৯৩০ জন মানুষের মাঝে এবং বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ৮৫৫ কেজি চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া ফাউন্ডেশনের লক্ষ্য এ অর্থবছরে হাজী আব্দুর রহিম মানবতার ক্যান্টিনের উদ্যোগে ১৫০০০ মানুষের মাঝে রান্না করা বিরায়ানী ও ১২ টন খাদ্য সামগ্রী বিতরণ করা। প্রেস বিজ্ঞপ্তি