মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে গেইটম্যানের বাসায় চেতনানাশক স্প্রে প্রয়োগ করে চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ এবাদুল হক শাহীনের মালিকানাধীন বাসার ভাড়াটিয়া রেলওয়ে গেইটম্যান আরিফ মিয়ার বাসায় দুর্বৃত্তরা স্প্রে প্রয়োগ করে। এর ফলে বাসার লোকজন অজ্ঞান হয়ে পড়লে দৃর্বৃত্তরা ওই বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে স্থানীয় লোকজন এসে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাছাড়া ওই বাসা থেকে অসুস্থ অবস্থায় ৪ জনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com