হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে হত্যা চেষ্টার প্রতিবাদে আজমিরীগঞ্জে আকবর হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বলা হয়- গত ২৭ আগস্ট রাত প্রায় ৩টায় পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত প্রাচীর টপকে ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর বাসায় প্রবেশ করার চেষ্টা করে এবং বিদ্যুৎ লাইন কেটে দেয়। সৌভাগ্যক্রমে তার পিএস ইউসুফ বিষয়টি টের পেয়ে তাদের আটকানোর প্রস্তুতি নিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মাস্ক, কালো চশমা ও হাফপ্যান্ট পরিহিত থাকায় মুখোশধারী দুর্বৃত্তদের চেনা যায়নি। তবে ভিডিও ফুটেজে দুজনকে দেখা যায়। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার কারণে পরবর্তী অংশ দেখা যায়নি। এ ব্যাপারে প্রশাসনকে অবগত করার পর অদ্যাবধি কোন তৎপরতা লক্ষ করা যায়নি। আকবর হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকবর হোসেন অবিলম্বে প্রকৃত দুস্কৃতকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com