স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ মোঃ কামাল হোসেন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামাল হোসেন মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের দাসপাড়া গ্রামের মৃত মোঃ রইছ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, কামাল হোসেন বর্তমানে কক্সবাজার জেলার রামু সেনানিবাস সংলগ্ন এলাকায় বসবাস করেন। তাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক হাজার পিস ইয়াবাসহ কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কামাল হোসেন কক্সবাজার থেকে ইয়াবা কিনে বিক্রির জন্য চট্টগ্রামে আসেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com