স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৩ সফলভাবে আয়োজনের লক্ষ্যে গঠিত প্রচার উপকমিটির প্রথম সভা শুক্রবার রাত ৮ টায় শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের ফুড ভিলেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রচার উপকমিটির আহবায়ক ব্যাংকার মোহাম্মদ আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন সদস্য সচিব হুমায়ুন খান, সদস্য হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, শিক্ষক উপেন্দ্র চন্দ্র দাস, মশিউর রহমান ইফতি ও দুর্জয় দাশ। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন রেজিস্ট্রেশন উপকমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান চৌধুরী। সভায় ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য পুনর্মিলনী সফল করার লক্ষে ব্যানার ফেস্টুন স্থাপন, স্থানীয় পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা, প্রচার, রেজিস্ট্রেশন ও অন্যান্য উপকমিটির সমন্বয়ে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সিনিয়র সিটিজেনদের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া প্রচার উপকমিটিতে ২০০৮ ব্যাচের শিক্ষার্থী শেখ সুলতান কাওছারকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।