অটোরিক্সার নাম্বার প্লেইটের দাবিতে স্মারকলিপি পেশ
এক হাজার অটোরিক্সার নাম্বার প্লেইট দেয়ার চিন্তা করছি ॥ মেয়র আতাউর রহমান সেলিম
শ্রমজীবী গরীব মানুষের জীবন জীবিকা সচল রাখার স্বার্থে এবং পাড়া মহল্লা ও নাগরিক জীবনে রিক্সার গুরুত্ব বিবেচনা করে অনতিবিলম্বে অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদানের দাবিতে গতকাল বুধবার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করে রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, হবিগঞ্জ। স্মারকলিপিতে বলা হয়- নিত্যপণ্যের দাম বাড়ার কারণে সংসার চালাতে রিক্সা শ্রমিকদের হিমশিম খেতে হচ্ছে। তাই এই শ্রমিকদের রেশনের আওতায় আনার দাবি জানানো হয়। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক দেবী চন্দ বলেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র সাহেবের প্রস্তাব পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। তবে অটোরিক্সা শ্রমিকদের সচেতনভাবে রিক্সা চালাতে হবে, যাতে দুর্ঘটনা না ঘটে। গত মঙ্গলবার মেয়র আতাউর রহমান সেলিমের নিকট উল্লেখিত দাবিতে পৌরসভা কার্যালয়ে নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন এবং লিখিত দাবীনামা পেশ করেন। মেয়র সেলিম শহরের রাস্তার ধারণ ক্ষমতা অনুযায়ী নাম্বার প্লেইট দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান। বর্তমানে প্রায় ৩ হাজার অটোরিক্সা চলছে বলে মনে হয়। আমরা ১ হাজার নাম্বার প্লেইট দেয়ার চিন্তা করছি। শহরের শ্রমিক, নাগরিক, গ্যারেজের মালিক এবং আশপাশের ইউনিয়নের শ্রমিকদের এই আওতায় রাখা হবে।
উল্লেখ্য, গত দুদিন যাবত সড়কে শ্রমিক নেতৃবৃন্দ রিক্সা শ্রমিকদেরকে যৌক্তিক ভাড়া নেয়া, যাত্রীদের সাথে ভাল ব্যবহার করা, ট্রাফিক আইন মেনে চলা, যানজট এড়িয়ে চলা সহ অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রাস্তায় পিকেটিং করেন। এসময় উপস্থিত ছিলেন- রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি কমরেড পীযুষ চক্রবর্তী, কার্যকরী সভাপতি ধনু মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরী, আলমগীর মিয়া, রাহিমুল চৌধুরী, আঃ ছাত্তার, মোঃ এনামুল, সামছু মিয়া, সুমন মিয়া, আলিম উদ্দিন, আছকির মিয়া, জিলু মিয়া, পারভেজ, মোঃ আলমগীর, খলিলুর রহমান, ছালেক মিয়া, সেলিম, সবুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com