হবিগঞ্জ সদর উপজেলায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প এর আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ‘কাউকে বাদ দিয়ে নয়’ এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ জালাল উদ্দীন রুমি। সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক মোতালিব তালুকদার দুলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, উপজেলা সমবায় কর্মকর্তা হাসনাহেনা, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আক্কাস উদ্দিন, আলাউল কবির, এডভোকেসি নেটওয়ার্ক কমিটির নির্বাহী সদস্য ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমদ, এডভোকেসি নেটওয়ার্ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক উসমান গনি রুমি। এ ছাড়াও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির চেঞ্জ এজেন্ট সুফিয়া হিজড়া ও পিংকি হিজড়া, শিক্ষিকা নাসিমা আক্তার, দলিতদের পক্ষে বীনা রবি দাস ও ঝুমা রবি দাস প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি’র বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন- গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও দলিত জনগোষ্ঠী নামে কোন শব্দ নেই। এগুলো শুধু আমাদের মুখে ব্যবহারিক শব্দ। রাষ্ট্রের আইন ও সুযোগ সুবিধা সবার জন্য সমান। তাই আমাদের অধিকারগুলো আমাদের নিজেদেরই আদায় করে নিতে হবে। নিজেরাই নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। সভায় হবিগঞ্জ সদর উপজেলার দলিত, প্রতিবন্ধী ও হিজড়াদের জীবনমান উন্নয়ন ঘটিয়ে সমাজের মূলধারার জনগোষ্ঠীর সাথে একাত্ম করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তি