আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বানিয়াচং উপজেলা সদরের স্থানীয় একটি ওয়ার্ডে মহিলা ভোটারদের সাথে উঠান বৈঠক করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। গত সোমবার তিনি উঠান বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় সবাই তার পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের বড় ভাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন শরীফ রাসেলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকাবাসী।
উল্লেখ্য, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদ এর ছেলে। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com