গভীর রাতে দুর্বৃত্তরা বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে হত্যার চেষ্টা করা হয়েছে। রবিবার রাতে দুর্বৃত্তরা জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর বাসভবনের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে নাশকতার চেষ্টা চালায়। সকালে এ বিষয়টি আঁচ করতে পেরে জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক চৌধুরী বিষয়টি পুলিশ সুপারকে অবগত করেন। পুলিশ সুপার তাৎক্ষণিক সদর থানা পুলিশকে জানালে সদর থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাঃ মুশফিক চৌধুরীর বাসায় থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শেষ রাতে অজ্ঞাত যুবক চোখে চশমা ও মুখে মাস্ক পরে ডাঃ মুশফিক চৌধুরীর বাসার ছাদে উঠে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এক পর্যায়ে বিদ্যুত সংযোগটি বিচ্ছিন্ন করলে তার বাসা বিদ্যুত বিহীন হয়ে যায়। এছাড়াও দুর্বৃত্তরা তার ব্যবহৃত গাড়ীটিও ভাংচুর করে। জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী জানান, ঢাকা থেকে রাত ১টার দিকে বাসায় ফিরেন তিনি। ভোররাত প্রায় ৫টার দিকে দেখেন তার বাসায় বিদ্যুত সংযোগ নেই। পরে তিনি বাসার সিসি দেখে এ বিষয়টি আঁচ করতে পারেন। পরে তিনি এ বিষয়টি পুলিশকে অবগত করেন। তিনি বলেন- “এই বাসায় প্রায় ৩০ বছর ধরে বসবাস করছি। কিন্তু কখনো চুরি কিংবা এ ধরণের কোন ঘটনা ঘটেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তা না হলে আমার গাড়ী ভাংচুর করা হতো না। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।”
এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি জানান, এ বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। তদন্তের মাধ্যমেই এর রহস্য উদঘাটন করবো।