স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামে ডিপ টিউবওয়েলের কাজ করতে গিয়ে অবৈধ বিদ্যুত লাইনে জড়িয়ে ৬নির্মাণ শ্রমিকের শরীর ঝলসে গেছে। স্থানীয় অনেকের দাবি ওই এলাকার জুয়েল আহমেদ নামের এক ব্যক্তি সেচ মেশিনের বৈদ্যুতিক তার যত্রতত্র ফেলে রাখায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বানিয়াচং উপজেলার দৌলতপুর নোয়াহাটি গ্রামের মুজিবুল হকের পুত্র মহসিন মিয়া (২২), লিটন মিয়ার পুত্র হৃদয় মিয়া (১৬), মুছা মিয়ার পুত্র সজিব মিয়া (২০), হাছন মিয়ার পুত্র মোজাহিদ (২৫), আলকাছ মিয়ার পুত্র মাসুম মিয়া (৩০) গতকাল ওই গ্রামের বাবুল মিয়ার বাড়িতে ডিপটিউবওয়েল বসাতে যায়। কাজ করাকালে সেচ প্রকল্পের বিদ্যুতের তার বিভিন্ন স্থানে এলোমেলো করে ফেলে রাখায় তারা বিদ্যুতস্পৃষ্ট হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া জানান, বিষয়টি শুনেছি। খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com