মোহাম্মদ আলী সরকার ॥ হবিগঞ্জ জেলা অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়ন মৌঃ রেজি নং -১৩/১৯ এর অন্তর্ভূক্ত শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়ন আঞ্চলিক শাখার দ্বিবার্ষিক নির্বাচন আজ। শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এস আর আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উক্ত নির্বাচনে মোট ১৩টি পদে ৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনকে ঘিরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা পোস্টার ব্যানারে ছেয়ে গেছে। সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সাবেক পৌর কমিশনার মোঃ আব্দুল মজিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি পদে তিন জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- মোঃ আব্দুল মজিদ (চেয়ার), মোঃ ওস্তার মিয়া (হরিণ), মোঃ আব্দুল্লাহ (ঘোড়া); সাধারণ সম্পাদক পদে লড়ছেন মোঃ উছন আলী (আম) ও মোঃ শামীম আহমেদ মেম্বার (আনারস)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন মোঃ বশির আহেমদ (টেবিল), মোঃ জুয়েল মিয়া (রিকশা) ও মোঃ সজলু মিয়া (ফুটবল); সাংগঠনিক পদে প্রার্থীরা হলেন আলী মিয়া জমাদার (হেলিকপ্টার) ও মোঃ কুতুব উদ্দিন (মই); অর্থ সম্পাদক পদে তিন প্রার্থী হলেন শাহিন মিয়া (মোমবাতি), মোঃ কিবরিয়া (মাছ) ও খলিল মিয়া (টেলিফোন); প্রচার সম্পাদক পদে লড়ছেন মোঃ শুকুর মিয়া (কলস), মোঃ তায়েব আলী (মোবাইল ফোন) ও মোঃ বজলু মিয়া (দেয়াল ঘড়ি); ধর্ম বিষয়ক সম্পাদক পদে লড়ছেন কাজী মোঃ জালাল উদ্দিন (মিনার) ও মোঃ আরিফ মিয়া (পাঞ্জাবি); দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী হলেন- মোঃ জামাল মিয়া (টেবিল ফ্যান), কাজী খালেদ (পদ্ম ফুল), আব্বাস আলী (গরুর গাড়ী) ও মোঃ খোরশেদ আলী (কাচি); ক্রিড়া সম্পাদক প্রার্থীরা হলেন- মোঃ সকিল মিয়া (টেলিভিশন), মোঃ আছিম উল্ল্যা (খেজুরগাছ) ও মোঃ দুলাল মিয়া (মাইক); লাইন সম্পাদক প্রার্থীরা হলেন- মোঃ জুয়েল মিয়া (রিকশা) ও রুহুল আমিন তালুকদার (সিএনজি); সদস্য পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মনজুর আলী (হাঁস), মোঃ জহুর আলী (মোটরসাইকেল), মোঃ আইয়ূব আলী (বাস), মোঃ রাজু মিয়া (বোতল), মোঃ নানু মিয়া (হাতি), মোঃ খলিল মিয়া (বই), মোঃ রহমত আলী (টিউবওয়েল), সালাউদ্দিন লিটন (কুড়েঘর) ও মোঃ উসমান গনি (চশমা)।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন হবিগঞ্জ জেলা অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মোঃ সাহাব উদ্দিন, সহ সভাপতি মোঃ মাসুক মিয়া, সাধারণ সম্পাদক তানবির আহমেদ জুয়েল। নির্বাচনকে ঘিরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com