স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলা এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের বাসভবন ও বিএনপির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে হবিগঞ্জ পৌর বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মতুজা আহমেদ রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মুহাইমিন চৌধুরী ফুয়াদ, বিএনপি নেতা বজলুর রহমান সজলু, মোহাম্মদ আলাউদ্দিন, শাহ আলম চৌধুরী মিন্টু, অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, নাজমুল হোসেন বাচ্চু, মামুনুর রশিদ খান, আব্দুল আউয়াল মজনু, শাহ মুসলিম, লিটন আহমেদ, লাভলী সুলতানা, নুরজাহান বেগম, শিমু আক্তার, কামাল খান, মামুন আহমেদ, সাহেব আলী, জুনায়েদ মিয়া, ফারুক মিয়া, আনিসুজ্জামান জেবু, ইকবাল আহমেদ, কাজল মিয়া, মনির মিয়া, শাজাহান মিয়া, বাদল আহমেদ, মাসুক মিয়া, আব্দুল হাই মিয়া, মেহেরাজ মিয়া, আজল ইসলাম গাজী, আবুল হোসেন, ফকির নেওয়াজ, আব্দুর রাজ্জাক চৌধুরী বকুল, ছুরত আলী, সৈয়দ রুহেব হোসাইন, রুনাক হাসান তারেক, মাহমুদ আনসারী, জয়নাল আবেদীন, শাহান আহমেদ, সফিক মিয়া, আব্দুস সালাম, কুতুব মিয়া, তাজুল ইসলাম, আলকাছ মিয়া, আমজাদ মেম্বার, তাউস মিয়া, আব্দুল মজিদ, শাহ আব্দুল খালেক, মোহাম্মদ রফিক মিয়া প্রমুখ।
সভায় বক্তারা, বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশের ন্যাক্কারজনক হামলা, গুলি বর্ষণ এবং পরদিন আওয়ামীলীগের বর্বরোচিত হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে অনতিবিলম্বে বিএনপি নেতা আলহাজ্ব জি কে গউছ ও বিএনপির দলীয় কার্যালয়ে হামলায় জড়িতদের গ্রেফতার ও হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।