স্টাফ রিপোর্টার ॥ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি) পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সদস্য এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনিসহ কমিটির সদস্যরা গত রবিবার ও গতকাল সোমবার দেশের প্রথম পারমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প কার্যক্রমের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন। পাবনা জেলার ইশ্বরদীতে অবস্থিত এ প্রকল্পে পরিদর্শনে নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান এমপি।
পরিদর্শন শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির জানান, প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ও রাশিয়ার যৌথ উদ্যোগে দেশের ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সেখানে দুটি ইউনিটে ১২০০ মেগাওয়াট করে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। আগামী ৩ সেপ্টেম্বর একটি ইউনিটে ১২০০ মেগাওয়াট উৎপাদন শুরু হলে দেশের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ আরও একধাপ এগিয়ে যাবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য নসরুল হামিদ এমপি, মোঃ আলী আজগর এমপি, এসএম জগলুল হায়দার এমপি, মোঃ নুরুল ইসলাম তালুকদার এমপি, মোঃ আছলাম হোসেন সওদাগর এমপি, খালেদা খানম এমপি, নার্গিস রহমান এমপি, নরুজ্জামান বিশ্বাস এমপি প্রমুখ। এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com