হবিগঞ্জ শহরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায়
মাধবপুর প্রতিনিধি ॥ গত ১৯ আগস্ট হবিগঞ্জ শহরে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রায় পুলিশের বাঁধা এবং পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা দুই মামলায় মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর মেয়র হাবিবুর রহমান মানিকসহ বিএনপির অনেক নেতাকর্মীকে আসামী করা হয়েছে। আসামীর তালিকায় আরো যাদের নাম রয়েছে তারা হলেন- মাধবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহসভাপতি হাজী আরজু মিয়া মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সুহেল, পৌর সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বাবুল, বাঘাাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদ মেম্বার, বিএনপি নেতা হাজী মহিবউল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত উল্লা, যুগ্ম আহবায়ক মশিউর রহমান মুর্শেদ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুলহাসউদ্দিন রিংকু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, জসিম শিকদার, রাশেল আহম্মদ, মনির পাঠান, আলমামুন। এদিকে মামলা দায়েরের পর থেকেই গ্রেপ্তার আতংকে রয়েছেন নেতাকর্মীরা। পুলিশ সোমবার দিবাগত রাতে নেতাকর্মীদের গ্রেফতারের জন্য বাসাবাড়িতে অভিযান চালিয়েছে।