যারা অর্থ সংকটের কারণে আইনি সহায়তা পান না তাদেরকে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে আইনগত সহায়তা দেয়া হবে
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়ার জন্য উপজেলা লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের সিনিয়র সহকারি জজ সম্পা জাহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান মীর খুরশেদ আলম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম প্রমুখ। মতবিনিময় সভায় সিনিয়র সহকারি জজ সম্পা জাহান বলেন, যারা অর্থ সংকটের কারণে আইনি সহায়তা পান না, লিগ্যাল এইড কমিটির মাধ্যমে তাদেরকে সব ধরনের আইনগত সহায়তা প্রদান করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com