আগামী ৪ নভেম্বর ২০২৩ শনিবার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। গতকাল স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রাক্তন ছাত্রদের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পুনর্মিলনী কমিটির আহবায়ক অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী (বিজন) এর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমদ শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত বিভিন্ন উপকমিটির আহবায়ক/সদস্য সচিব সহ প্রাক্তন ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক শোয়েব চৌধুরী, ব্যাংকার মোঃ আব্দুল্লাহ, অ্যাডভোকেট ছগীর আহমেদ সাজ্জাদ, অধ্যক্ষ মোঃ এনামুল হক, নিয়াজ মোহাম্মদ খান চৌধুরী, আমির হামজা ও আবু বকর সানি প্রমুখ।
সভায় দ্রুত সময়ের মধ্যে প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আহবান জানানো হয়। এ ব্যাপারে রেজিস্ট্রেশন উপকমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান চৌধুরী (মোবাইল ০১৭১৬-২৯২২৫৯) ও সদস্য সচিব আমির হামজার (মোবাইল ০১৭৮১-৭৬৪৮৬০) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com