নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর দিক নির্দেশনায় এসআই মোঃ তারিকুল হাসান হিমন এর নেতৃত্বে এএসআই হান্নান মাহমুদ, এএসআই বিধান রায় ও সঙ্গীয় ফোর্স সহ আজমিরীগঞ্জ থানাধীন ২নং বদলপুর ইউনিয়নের বদলপুর (উত্তর হাটি) এলাকায় অভিযান পরিচালনা করে বন বাসী দাস (৩৬), পিতা-মৃতঃ হরিপদ দাস, গ্রাম- হরিপুর, ২নং বদলপুর ইউনিয়ন, থানা- আজমিরীগঞ্জকে ২০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, উক্ত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আসামী বন বাসী দাসের বিরুদ্ধে ইতপূর্বে থানায় মাদক মামলা রয়েছে। উক্ত ঘটনায় এসআই (নিঃ) মোঃ তারিকুল হাসান হিমন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে আজমিরীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। উক্ত মামলায় আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com