স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ গ্রামে তানিশা আক্তার নামে এক বছর বয়সী এক শিশু বালতির পানিতে ডুবে মারা গেছে। সোমবার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে বাড়িতে থাকা পানিভর্তি বালতিতে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে বালতিতে পেয়ে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে জালালাবাদ গ্রামের আক্তার মিয়ার কন্যা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com