নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৭ কেজি গাঁজাসহ মরিয়ম (২০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) বিকেলে ওই নারীকে আদালতে প্রেরণ করা হয়। মরিয়ম গাজিপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের আব্দুল মনাফ ওরফে টেনুর স্ত্রী। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল মনাফ ওরফে টেনু (৩৫) ও বাচ্চু (৩২) পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল কবির সম্রাট সহ একদল পুলিশ রবিবার রাতে উপজেলার বিলপাড় গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মরিয়ম আক্তারের টিনশেড পাকাঘরের দক্ষিণাংশে ওয়ালের নিচে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৭ কেজি গাঁজাসহ মরিয়মকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই সম্রাট জানান, স্বামী-স্ত্রী মিলে মাদক ব্যবসা পরিচালনা করছে। তিনি আরও বলেন, মাদক মামলার অন্যতম পলাতক আসামী বাচ্চুর বিরুদ্ধে হত্যা, মানব পাচারসহ ৩টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com