লকডাউন মানাতে ইউএনও’র মোবাইল কোর্ট
আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করায় এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে মাধবপুরের সহকারী কমিশনার ভূমি মহিউদ্দিন এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ওই গ্রামের ফিরুজ মিয়ার ছেলে আক্তার মিয়াকে (৪০) এই জরিমানা করা হয়েছে।
অপরদিকে, মাধবপুরে করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে স্বাস্থ্য বিধি না মানায় এবং লকডাউনে দোকান খোলা রাখায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার ৪শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা উপজেলার বুল্লা, বানেশ্বর ও নোয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী ১০টি মামলায় এই জরিমানা করেন। এসময় থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাস্থ্যবিধি অনুসরণ ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com