সুমন আহমেদ বিজয় ॥ বাংলাদেশ স্কাউট্স সিলেট অঞ্চলের অর্থায়নে হবিগঞ্জের লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। আগামী ২৭ মার্চ পর্যন্ত চলবে এ কোর্স। এতে লাখাই উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নিয়েছেন।
কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের কৃতি সন্তান কোর্স লিডার মো. হারুন-অর-রশিদ, সিনিয়র সহকারী সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com