মাধবপুরে হিন্দু নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) মোঃ মহসিন আল মুরাদ, থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনর্র্চাজ ইন্সপেক্টর গোলাম মোস্তফা, আন্দিউড়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হিন্দু সম্প্রদায়ের নেতা সাংবাদিক শংকর পাল সুমন অজিদ দাস, দিলীপ দাস, ডাঃ হরি চন্দ্র দেব, জয়ধন সরকার প্রমূখ। এএসপি মোঃ মহসিন আল মুরাদ বলেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ সম্প্রীতি কোন অবস্থাতেই নষ্ট হতে দেয়া যাবে না। ধর্মীয় উপাসনালয়গুলো পুলিশের পাশাপাশি নেতৃবৃন্দকে নজর ও পাহারার ব্যবস্থা করার জন্য তিনি আহবান জানান। এছাড়া মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক পৌর এলাকার কয়েকটি ওয়ার্ডের মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com