প্রায় ৩৪ হাজার ৫শ’ ঘনমিটার সিলিকা বালু জব্দ
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও চা বাগানের নিকট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ।
অভিযানকালে প্রায় ২৫টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস এবং প্রায় ২ হাজার ৫শ’ মিটার পাইপ বিনষ্ট করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে প্রায় ৩৪ হাজার ৫শ’ ঘনমিটার সিলিকা বালু জব্দ করে স্থানীয় প্রতিনিধির জিম্মায় রাখা হয়। এ সময় বালু খেকোরা পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ ও চুনারুঘাট থানার পুলিশের একটি দল।
চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।