আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় আরও ৪৯ জন গৃহহীন পরিবার ঘর পাচ্ছে। এ সপ্তাহের মধ্যে ৪৯টি ঘরের কাজ শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর ও নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকায় খাস জমিতে ঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি জানান- ১ম ধাপে ৮০টি ঘরের মধ্যে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে ৪৬টি ঘর গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। বাকী ৩৪টি এবং ২য় ধাপের ৩০টির মধ্যে ১৫টির কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করি এ সপ্তাহের মধ্যেই তা হস্তান্তর করা যাবে। তিনি আরও বলেন কাজের মান যাতে বজায় থাকে সেজন্য আমি এবং সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন প্রতিনিয়ত পরিদর্শন করছি। ১ম এবং ২য় ধাপে মোট ১১০টি পরিবার ঘর পাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com