স্টাফ রিপোর্টার ॥ মানুষ যখন বিপদাপন্ন, তখন সমাজের বিত্তবান ব্যক্তিদের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো অবশ্যই কর্তব্য। শুক্রবার বিকেলে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নবজোয়ার তরুণ সংঘ আয়োজিত এক আলোচনা সভায় বক্তরা এ সব কথা তুলে ধরেন।
‘পরিবর্তন শুরু হউক আমাদের মাধ্যমে’ এ প্রতিপাদ্য বিষয়ে মাধবপুর উপজেলার বেসরকারি সংগঠন নব জোয়ার তরুণ সংঘ’ গ্রামের হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় দাসপাড়া গ্রামের হতদরিদ্র বিধবা হাসিনা বানুকে ঘর মেরামত জন্য বিশ হাজার টাকার চেক তুলে দেয় এ সংগঠন।
এ উপলক্ষে বিকালে দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক জামাল মোঃ আবু নাছের, এস, এম কায়সার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু ছালেক, নব জোয়ার তরুণ সংঘ’র সিনিয়র সদস্য রাকিব হোসেন সোহেল, জিয়াউর রহমান জিয়া, জাহাঙ্গীর আলম, দোলন মিয়া, মোঃ দুলাল মিয়া, পাবেল লস্কর, মোঃ বায়জিদ মিয়া,মাহমুদ খাঁ সোহাগ, শেখ ফরহাদ, ইয়াসিন খাঁন সবুজ, মঈন উদ্দিন মঈন, মোঃ সবুজ চৌধুরী প্রমুখ। পরে মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় নব জোয়ার তরুণ সংঘের সহ-সভাপতি আরব আমিরাত প্রবাসী জাহাঙ্গীর আলম ও ঢাকায় স্থায়ীভাবে বসবাসকারী সিনিয়র সদস্য রাকিব হোসেন সোহেলকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।