জাতির পিতার আদর্শ অনুসরণ করে রাজনৈতিক কর্মকান্ড তরান্বিত করতে হবে ॥ এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে হবিগঞ্জ পৌর টাউন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, অ্যাডভোকেট আবুল ফজল, শেখ সামছুল হক, মোঃ সজীব আলী, ডাঃ অসীত রঞ্জন দাশ, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জাকির হোসেন চৌধুরী অসীম, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, হুমায়ুন কবির রেজা, অ্যাডভোকেট আফীল উদ্দিন, অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতু, অ্যাডভোকেট রুকন উদ্দিন তালুকদার, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, মোস্তফা কামাল আজাদ রাসেল, মুজিবুর রহমান, বোরহান উদ্দিন চৌধুরী, সাইদুর রহমান, মহিবুর রহমান মাহী, ফয়জুর রহমান রবিন প্রমুখ।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন অ্যাডভোকেট আতাউর রহমান ও গীতা পাঠ করেন স্বপন লাল বণিক।
প্রধান অতিথি’র বক্তব্য জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি জাতির পিতার আদর্শ অনুসরণ করে রাজনৈতিক কর্মকান্ড তরান্বিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে আরও শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীর প্রতি নির্দেশনা প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com