আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় ১৪ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আবাসিক হোটেল পরিচালনায় করায় তাজমহল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা মাধবপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক না থাকায় ৭ ব্যক্তিকে ১ হাজার ৩ শত টাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আবাসিক হোটেল পরিচালনা করায় তাজমহল হোটেল এর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে একইদিন সকালে উপজেলার জগদীশপুর তেমুনিয়ায় উপজেলার সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক পরিধান না করায় ৭ ব্যক্তিকে ৭শ’ টাকা জরিমানা করেন। এসময় থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com