স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ সাড়ে ৫ কেজি গাঁজা ও ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। রবিবার দুপুরে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের উমেদনগর প্রাথমিক বিদ্যালয়ে সদর থানার একদল পুলিশ সাদা রংয়ের একটি প্রাইভেটকার রেজিঃ নং চট্ট মেট্রো-ফ-১১-২৩৯০ আটক করে। আটককৃতরা হল আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত কুদরত আলীর পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী মুখলিছ মিয়া (৪০), বানিয়াচং উপজেলার রহমতপুর গ্রামের মৃত দুলাল মিয়ার পুত্র সোহাগ মিয়া (২২) ও বাহুবল উপজেলার বেড়াখাল গ্রামের হারুন মিয়ার পুত্র জসিম উদ্দিন (২৩)। তাদের কাছ থেকে উল্লেখিত মাদক উদ্ধার করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com