হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে ॥ এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন, হবিগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় হয়েছে। এ বিজয় হবিগঞ্জবাসীর বিজয়। উন্নয়নের জন্য হবিগঞ্জবাসীকে দুঃশ্চিন্তা করতে হবে না। হবিগঞ্জের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজর থাকবে। গতকাল বিকেলে হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ মাঠে সমবেত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
গতকাল বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিমের বিজয় নিশ্চিত হয়ে শত শত নেতাকর্মী আনন্দ মিছিল সহকারে এমপি আবু জাহিরের বাসভবনে গিয়ে সমবেত হন। খন্ড খন্ড মিছিল হাজারো নেতাকর্মীর ভিড় জমলে সেখানে স্থান সংকুলান না হওয়ায় পরে সকল নেতাকর্মী হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে সমবেত হন। সেখানে এমপি আবু জাহির ছাড়াও উপস্থিত হন হবিগঞ্জ-১ আসনের এমপি শাহনওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস চৌধুরী, জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সুলতান মাহমুদ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার মামুনুর রশিদ, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান শামীম, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম ও ইকবাল হোসেন খান, জেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ আরব আলী, মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ড হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেল, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমূখ।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম বলেন, এ বিজয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়। এ বিজয় হবিগঞ্জ পৌরবাসীর বিজয়। এ বিজয় নৌকার বিজয়। হবিগঞ্জে নৌকার বিজয় হওয়ায় এবং তাঁকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ ছাড়াও তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ যারা হবিগঞ্জের উন্নয়নে নিজের রক্ত দিয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রেখেছেন।
বঙ্গবন্ধু পরিবারের কৃতি সন্তান যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন, হবিগঞ্জ হচ্ছে দ্বিতীয় গোপালগঞ্জ। তাই হবিগঞ্জের উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না। হবিগঞ্জের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ নজর দেবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com