নিতেশ দেব, লাখাই থেকে ॥ হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামে ব্যাডমিন্টন খেলার কর্ক এক বাড়ির টিনের চালে পড়া নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে ব্যাডমিন্টন খেলার সময় তাহের মিয়ার ঘরের চালায় খেলার কর্কটি পড়ে যায়। এ নিয়ে তাহের মিয়া ও আব্দুল হামিদের লোকজনের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। লাখাই থানার ওসি সাইদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com