জামাল মোঃ আবু নাছের ॥ হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের বর্তমান তিনজন নারী কাউন্সিলর পুনরায় বিজয়ী হয়ে চমক দেখিয়েছেন। তারা তিনজনই এবার তৃতীয় বারের মতো বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন মোছাঃ শাহাবানু, ইসরাত জাহান ডলি ও স্বপ্না পাল। এর মধ্যে স্বপ্না পাল আওয়ামী লীগ সমর্থিত ও বাকী দুই জন বিএনপি সমর্থিত। নির্বাচিত সাহাবানু বলেন জনগণের সাথে সবসময় ছিলাম। তাই জনগণ এবারো আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। ইসরাত জাহান ডলি বলেন বয়স্ক ভাতা বিধবা ভাতা কার্ডের তালিকা প্রস্তুতে আমার ওয়ার্ডে ছিল শতভাগ স্বচ্ছতা। জনগণ আপদে বিপদে আমাকে সব সময় কাছে পেয়েছে। তাই এবারো তারা আমাকে বিজয়ী করেছে। স্বপ্না পাল বলেন সংসারের বেশির ভাগ সম আমার ওয়ার্ডের জনগণের পিছনে ব্যয় করি। তাই এবারো তারা আমাকে তৃতীয় বারের মতো বিজয়ী করেছে। তারা সকলেই ভোট দিয়ে বিজয়ী করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com